এরশাদের সাজার দ্রুত আপিল শুনানি চায় দুদক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২২, ২০১৬, ০২:০৯ পিএম

দুর্নীতির একটি মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাজার বিরুদ্ধে দুই যুগ আগে করা আপিলের দ্রুত শুনানি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৩ আগস্ট) শুনানির জন্য মামলাটি কার্যতালিকায় থাকতে পারে বলে জানান দুদকের আইনজীবী। সোমবার দুদকের পক্ষে তাদের আইনজীবী খুরশীদ আলম খান এই মামলায় আপিল শুনানির দিন ঠিক করার জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আবেদন করেছেন।

এর আগে ২০১২ সালের ২৬ জুন এই মামলায় দেয়া রায়ের বিরুদ্ধে এরশাদের আপিলে পক্ষভুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আপিলে পক্ষভুক্ত হতে দুদকের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ওইদিন বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ দুদকের আবেদন মঞ্জুর করেন। এরপর এখন পর্যন্ত মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ দুই যুগ পার আবার মামলাটি শুনানির উদ্যোগ নিচ্ছে দুদক।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ