৫৬ লাখ টাকা জমা দিল ১৫৪ ট্যানারি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২২, ২০১৬, ০৩:৩০ পিএম

রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি না সরানোয় ক্ষতিপূরণ হিসেবে ১৫৪ প্রতিষ্ঠান সরকারি কোষাগারে ৫৬ লাখ টাকা জমা দিয়েছে। গত ১১-১৬ আগস্ট পর্যন্ত ক্ষতিপূরণ হিসেবে তারা এই অর্থ জমা দেয়। আজ সোমবার (২২ আগস্ট) শিল্প সচিব মোশাররফ হোসেন ভূইয়া এই তথ্য তলবনামা আকারে হাইকোর্টে দাখিল করেছেন।
 
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই আদেশে পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে ১৫৪ ট্যানারি মালিককে প্রত্যেকদিন ১০ হাজার টাকা করে সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়। তবে হাইকোর্ট ৫০ হাজার টাকা করে জরিমানা করেছিল। পরে ঐ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে ট্যানারি মালিকরা। লিভ টু আপিলে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণের আদেশ দেয় আপিল বিভাগ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর