তিন মাসের সময় পেলো সিটিসেল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৬, ১২:৪৩ পিএম

তিন মাসের মধ্যে বিটিআরসির পাওনা ৪৭৭ কোটি টাকা পরিশোধের জন্য মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেলকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, সিটিসেলের কাছে পাওনা মূল টাকার তিন ভাগের দুই ভাগ প্রথম মাসে এবং পরবর্তী দু'মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হবে।

এ সময়ে মধ্যে প্রতিষ্ঠানটি স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে বলে জানিয়েছেন আদালত।

এর আগে গত ২২ আগস্ট বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের হাইকোর্টের একক বেঞ্চ বিটিআরসির পক্ষ থেকে সিটিসেলকে দেয়া শোকজ নোটিশের সময় পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের গ্রাহক সংখ্যা কমতে কমতে বর্তমানে দুই লাখের নিচে নেমে এসেছে। টু-জি তরঙ্গ ফি, বার্ষিক লাইসেন্স ফি, বার্ষিক তরঙ্গ ফি, রেভিনিউ শেয়ারিংসহ বিভিন্ন খাতে সিটিসেলের কাছে সরকারের পাওনা দাঁড়িয়েছে ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ