অবৈধ সম্পদ অর্জনের দায়ে উপ-সচিব গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৬, ০২:৫৫ পিএম

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আমিনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার ভোরে সংস্থাটির উপপরিচালক আকতার হামিদ ভূঁঞার নেতৃত্বে একটি দল রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করে।

ড. মোহাম্মদ আমিন ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সাড়ে ৪৮ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ