রাব্বী নতুন মামলা করলে গ্রহণের নির্দেশ 

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০১৬, ১২:৫৪ পিএম

সোনালীনিউজ ডেস্ক
পুলিশি নির্যাতনের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী আদালতে বা থানায় নতুন করে মামলা করতে চাইলে তা নিতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্জ বৃহস্পতিবার এ আদেশ দেন।
এ সময় আদালতে রাব্বীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন ও রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম।
এর আগে মঙ্গলবার এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে মামলা করার জন্য মোহাম্মদপুর থানায় যান রাব্বী। আদালতের আদেশ থানায় পৌঁছালেই মামলা নেওয়া হবে বলে তাকে থানা থেকে জানানো হলে তিনি ফিরে আসেন।
মোহাম্মদপুর থানার আসাদগেট এলাকায় ৯ জানুয়ারি রাতে রাব্বীর ওপর নির্যাতন চালায় পুলিশ। এরপর পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে তাকে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পরদিন রাব্বী থানায় একটি অভিযোগ দিলে এসআই মাসুদকে প্রত্যাহার করা হয় এবং ওই জোনের সহকারী পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক এ অভিযোগের তদন্ত শুরু করেন। তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় এসআই মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্তে পরবর্তী সময়ে পুলিশ সদর দফতরের একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়।
সোনালীনিউজ/আমা