দুর্নীতির মামলায় গণপূর্তের প্রকৌশলী গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২, ২০১৬, ০৭:৪৫ পিএম

দুর্নীতির মামলায় গণপূর্ত অধিদফতরের প্রকৌশলী এজিএম জালাল উদ্দিনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। রোববার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর গ্রিন রোড থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দুদকের জনসংযোগ বিভাগ।

দুদক সূত্র জানায়, ২০১৩ সালের ১৭ এপ্রিল গণপূর্ত অধিদফতরের প্রকৌশলী এজিএম জালাল উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে চার কোটি ৭৮ লাখ ৮৯ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে গাইবান্ধা থানায় মামলা হয়। ওই মামলার তদন্তের অংশ হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম