ছেলের বিচার দাবি বদরুলের মায়ের

  • সুনামগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৬, ০৭:৪৩ পিএম

‘আমার অউ পোয়াটাই (ছেলে) সংসারের বাত্তি আছিল। এখন আমরারে সাগরে ভাসাইয়া গেল। কিলা অত বড় খামটা করল! হে (বদরুল) দোষী অইলে তার বিচার হোক আমিও চাই। মেয়েটার (খাদিজা) লাগি দিন-রাইত দোয়া খররাম। আল্লায় যেন তারে বাঁচাইন।’

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে কথাগুলো বলছিলেন বদরুলের মা দিলারা বেগম (৫০)। গত সোমবার ছাত্রলীগ নেতা বদরুল কুপিয়ে আহত করে সিলেট সরকারি কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎ​সাধীন রয়েছেন খাদিজা।

সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মনিরগাতি গ্রামে বদরুল আলমের বাড়ি। পাঁচ ভাইবোনের মধ্যে বদরুল দ্বিতীয়।

বদরুলের মা দিলারা বেগম বলেন, সোমবার সকাল ৭টায় বদরুল বাড়ি থেকে বর হন। মাকে বলে যান স্কুল বন্ধ, টিউশনি করতে যাচ্ছেন। রাতে বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে তাঁরা খবর পান, বদরুল সিলেটে এক মেয়েকে কুপিয়েছেন। বদরুল বাড়িতে থাকলেও নিয়মিত সিলেটে যাওয়া-আসা করতেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম