শিশু জিহাদের মৃত্যু: পরবর্তী সাক্ষ্য ২০ অক্টোবর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৬, ০৪:৫০ পিএম

রাজধানীর শাহজাহানপুরে পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ছয়জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। আজ বুধবার (১৯ অক্টোবর) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন। এদিন জিহাদের বাবা নাসির উদ্দিনকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। তার জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেন আদালত।
 
আসামিরা হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউজের মালিক মো. শফিকুল ইসলাম ওরফে আব্দুস সালাম, বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সাব-অ্যাসিটেন্ট ইঞ্জিনিয়ার (নলকূপ পরিদর্শন) মো. জাহাঙ্গীর আলম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আবু আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর