বুলু-শিমুল-মারুফসহ ২২ বিএনপি নেতার বিরুদ্ধে পরোয়ানা

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৬, ০৫:১৫ পিএম

রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় অভিযোগপত্র গ্রহণ করে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

রোববার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। আদালত গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন প্রাপ্তির জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন ।

গ্রেফতারি পরোয়ানা জারি করা উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, মারুফ কামাল খান সোহেল, সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।

সরকারি কৌঁসুলি তাপস কুমার সাংবাদিকদের বলেন, গত বছরের ফেব্রুয়ারি মাসে করা বিশেষ ক্ষমতার এই মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আজ আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। 

এ মামলায় মোট ৩০ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে একজন হাবিবুন্নবী খান সোহেল কারাগারে আছেন। সাতজন প্রথম থেকেই পলাতক রয়েছেন।

বিএনপির ডাকা হরতাল অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি