মেডিকেল ভর্তি পরীক্ষা কেন বাতিল নয়: হাই কোর্ট

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৬, ০৭:৩১ পিএম

ঢাকা: ২০১৬-১৭ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বেসরকারি মেডিকেল কলেজে বিদেশি ছাত্রদের জন্য ৫০ ভাগ কোটা বরাদ্ধ কেন বাতিল করা হবে না এবং মেয়েদের জন্য ৩০ ভাগ কোটা কেন সংরক্ষণ করা হবে না সেটি জানতে চেয়েছেন আদালত।

এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৫ নভেম্বর) এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

পরে আদালতে থেকে বেরিয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, জনস্বার্থে গত ১০ অক্টোবর আমি এ রিট আবেদনটি দায়ের করেছিলাম। শুনানি শেষে মঙ্গলবার অাদালত এ আদেশ দিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন