সাঁওতালদের ঘটনায় আলামত নষ্ট কেন জানতে আইনি নোটিশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৬, ১২:৫১ পিএম

ঢাকা: গাইবান্ধা জেলার সাঁওতালদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট আলামত কোন কর্তৃত্ববলে অপসারণ করা হয়েছে তা জানাতে চিনিকল কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

২৪ ঘণ্টার মধ্যে এ নোটিশের জবাব দিতে রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়ালকে বলা হয়েছে।

বুধবার (০৭ ডিসেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান আইনজীবী সুপ্রকাশ দত্ত অমিত।

নোটিশে বলা হয়, ৬ নভেম্বর সাঁওতালদের ঘরবাড়ি জ্বালিয়ে, সাঁওতালদের হত্যা করে তাদের উচ্ছেদ করা হয়েছে বলে পত্রপত্রিকায় এসেছে।কিন্তু ৮ তারিখ থেকে আপনি (চিনিকলের এমডি) উচ্ছেদকৃত এলাকায় ট্রাক্টর চালিয়ে ঘটনার আলামত নষ্ট করেছেন। সরকারি কর্মচারী হিসেবে আলামত সংরক্ষণ ও আইন শৃঙ্খলাবাহিনীকে সহায়তা করা আপনার দায়িত্ব। কিন্তু আপনি এবং অন্য কর্মকর্তারা ক্রাইম সিন এলাকা থেকে আলামত অদৃশ্য করে ফৌজদারি অপরাধ করেছেন। এটা দণ্ডবিধি ২০১ ধারায় ফৌজদারি অপরাধ।

নোটিশে আরও বলা হয়, সাক্ষ্য (আলামত) ছাড়া ওই ঘটনায় নিহত শ্যামল হেমব্রম ও মঙ্গল মার্ডির হত্যায় ন্যায়বিচারের নিশ্চিত হওয়া কষ্টকর হবে বলে মনে করেন নোটিশ প্রেরণকারী আইনজীবী।

গত ০৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমি নিয়ে কলের শ্রমিক-কর্মচারী ও সাঁওতালদের সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ। এ ঘটানয় তিন সাঁওতাল নিহত হন, আহত হন আরো অনেকে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ