চট্টগ্রামে আটক ৫ জঙ্গির বিরুদ্ধে তিন মামলা

  • নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৬, ০১:৩০ পিএম

চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের আটক পাঁচ সদস্যর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে আকবর শাহ থানায় র‌্যাব ৭ এর উপ-সহকারী পরিচালক এম জি রব্বানী এ মামলা দায়ের করেন।

আকবর শাহ থানার ওসি সুদীপ কুমার দাশ জানান, এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের আদালতে নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করে র‍্যাব। উদ্ধার করা হয় চারটি হ্যান্ড গ্রেনেড, দুটি পিস্তল ও বোমা তৈরির সরঞ্জাম।

এই অভিযানের আগে আকবর শাহ থানার আওতাধীন এ কে খান এলাকা থেকে জঙ্গি সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে র‍্যাব। আটক করা ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের মুকিম তালুকদারের বাড়ি ঘিরে অভিযান চালায় র‍্যাব।


সোনালীনিউজ/ঢাকা/আকন