চিকিৎসকদের স্পষ্টকরে ব্যবস্থাপত্র লেখার নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৯, ২০১৭, ০১:৩৫ পিএম

ঢাকা: চিকিৎসকদের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) যেন পড়ার উপযোগী হয়, সে বিষয়ে ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সার্কুলার জারি করতে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (৯ জানুয়ারী) হাইকোর্টের একটি বেঞ্চ এই নির্দেশ দেন।

প্রেসক্রিপশনে চিকিৎসকরা কী লেখেন তা বুঝতে সমস্যা হয় বলে অভিযোগ রয়েছে অনেকেরই। তবে ঢালাওভাবে সব চিকিৎসকদের বিরুদ্ধে এমন অভিযোগ নেই। মানবিক দৃষ্টিকোন থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই