প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: আরও দুই কর্মকর্তা রিমান্ডে

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১০, ২০১৭, ০৯:৫৯ পিএম

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির মামলায় গ্রেপ্তার আরও দুই বিমান কর্মকর্তাকে সাত দিন রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকার মহানগর হাকিম নুরনাহার ইয়াসমিন এ আদেশ দেন। ওই দুই কর্মকর্তা হলো- প্রকৌশলী নাজমুল হক ও টেকনিশিয়ান শাহ আলম।

মঙ্গলবার (১০ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজমের পরিদর্শক মাহবুব আলম আসামিদের আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, শুনানির সময় ওই দুই কর্মকর্তার পক্ষে কোনো আইনজীবী ছিল না।

এরআগে গত ৮ জানুয়ারি এই মামলায় গ্রেপ্তার বাংলাদেশ এয়ারলাইনসের সাত কর্মকর্তাকে কারাগারে পাঠান আদালত। গত ৩০ ডিসেম্বর ওই সাতজনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরা হলো- বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এ সিদ্দিক, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, সামিউল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস ও জাকির হোসাইন।

গত বছরের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এ কারণে বিমানটি তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়।

পরবর্তীতে এ ঘটনার পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে তিনটি তদন্ত কমিটি হয়। তদন্তের ভিত্তিতে বিমানের নয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিমান কর্তৃপক্ষ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম