জাতীয়করণকৃত কলেজের

শিক্ষকদের সঙ্গে বৈষম্য কেন, জানতে চান হাইকোর্ট

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৭, ০৪:৪৯ পিএম

ঢাকা: জাতীয়করণকৃত কলেজে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে পদোন্নতিসহ অন্যান্য সুযোগ সুবিধার পার্থক্য করাকে অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিটের শুনানি নিয়ে সোমবার (২৩ জানুয়ারি) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

চার সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিব, শিক্ষা সচিব, জাতীয়করণ কমিটির চেয়ারম্যান, অতিরিক্ত সচিব (শিক্ষা), অতিরিক্ত সচিব (কলেজ), উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালকসহ সংশ্লিস্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে  আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম নুরুল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী গিয়াস উদ্দিন আহমেদ ও মহিউদ্দিন মহিম।

জাতীয়করণ কলেজে শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা ২০০০ এর ২ (গ, ঙ,চ,ছ,জ) বিধিসহ কয়েকটি বিধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বেতাগী সরকারি কলেজের সহকারি অধ্যাপক হুমায়ুন কবীর।

আইনজীবীরা জানান, বিসিএস শিক্ষকরা জাতীকরণকৃত কলেজে অন্য শিক্ষকদের চেয়ে বেশি সুযোগ সুবিধা পান। এতে বৈষম্যের সৃষ্টি হয়। তাই শিক্ষক হুমায়ুন কবীর এ রিট করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন