ভাস্কর্য সরাতে এবার হেফাজতের স্মারকলিপি

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৭, ০২:০৫ পিএম

ঢাকা: সুপ্রিম কোর্টের সামনে ন্যায় বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্যকে ‘গ্রিক দেবীর মূর্তি’ আখ্যায়িত করে তা অপসারণের দাবিতে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি)  সংগঠনটির একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী ও নায়েবে আমির নূর হোসাইন কাসেমী সই করেছেন।

সুপ্রিম কোর্টের মূলভবনের সামনের ফোয়ারায় গত ডিসেম্বর মাসে এই ভাস্কর্য স্থাপন করা হয়। ভাস্কর্যটি নির্মাণ করছেন মৃণাল হক। ভাস্কর্যটি একজন নারীর। ডান হাতে তলোয়ার বাম হাতে দাঁড়িপাল্লা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। তলোয়ারটি নিচের দিকে নামানো আর দাঁড়িপাল্লা ওপরের দিকে রয়েছে।

এই ভাস্কর্য স্থাপনের পর থেকেই বিভিন্ন ইসলামি সংগঠন সর্বোচ্চ আদালত থেকে তা অপসারণের দাবি জানিয়ে আসছে। এ লক্ষ্যে তারা স্মারকলিপি ও বিক্ষোভের মতো কর্মসূচি দিয়ে আসছে।

তবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসকে দ্বিতীয়বারের মতো দেওয়া হলো এই স্মারকলিপি। এর আগে গত ২ ফেব্রুয়ারি এই ভাস্কর্য অপসারণের জন্য আবেদন করেন আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ আবুল হাসান শেখ শরিয়তপুরী।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ