জবানবন্দি দিতে আদালতে কাদের খান

  • গাইবান্ধা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৭, ০৭:৪৮ পিএম

গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটনকে হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে মূল পরিকল্পনাকারী আবদুল কাদের খানকে আদালতে নেয়া হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় তাকে গাইবান্ধার বিচারিক হাকিম জয়নাল আবেদীনের আদালতে হাজির করা হয়। আদালতে তার ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।

এর আগে গত বুধবার (২২ ফেব্রুয়ারি) আবদুল কাদের খানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

গেল বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ (মাস্টারপাড়া) নিজ ঘরে ঢুকে এমপি লিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এমপির বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে পরদিন ১ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর চাঞ্চল্যসৃষ্টিকারী এই হত্যাকাণ্ডের তদন্তে নামে আইন-শৃঙ্খলা বাহিনীর সব বিভাগ। তদন্তের ৫২ দিন পর হত্যায় জড়িত সন্দেহে আটক করা হয় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি ও জাপার প্রেসিডিয়াম সদস্য দাবিদার কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খান।


সোনালীনিউজ/ঢাকা/আকন