কুনিও হোশি হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

  • নিজস্ব প্রতিবেদক, রংপুর | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১১:১৪ এএম

রংপুর: জাপানের নাগরীক কুনিও হোশি হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ অভিযোগ থেকে একজনকে খালাস প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এ মামলার রায় ঘোষণা করেন। আর এটিই নব্য জেএমবির জঙ্গিদের বিরুদ্ধে প্রথম রায়।

গত ১৯ ফেব্রুয়ারি রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদলতে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক জানান, এই হত্যা মামলায় একজন সাফাই সাক্ষীসহ ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। এরপর আসামি ও রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক শেষে বিচারক রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- নব্য জেএমবি নেতা ইসহাক, লিটন, মাসুদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী। এদের মধ্যে আনছারী পলাতক আছেন।

এছাড়ও, চার্জশীটভুক্ত আসামী রাজশাহীতে নজরুল ইসলাম ওরফে বাইক হাসান পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এবং সাদ্দাম হোসেন ঢাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

ফাঁসিতে ঝুলবে ৫ জেএমবি, সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই