রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২, ২০১৭, ১২:৫৮ পিএম

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে এমদাদুলকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুদকের পরিচালক ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল ইমদাদুলকে গ্রেপ্তার করে। তিনি আরো জানান, ১ কোটি ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ ফেব্রুয়ারি এমদাদুলের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক সাইদুজ্জামান। সেই মামলায় আজ এমদাদুলকে গ্রেপ্তার করা হলো।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ