খালেদার নাইকো দুর্নীতি মামলা হাইকোর্টে স্থগিত

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৭, ২০১৭, ০১:২২ পিএম
ফাইল ছবি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলাটি স্থগিত চেয়ে বিচারিক আদালতে খালেদার করা আবেদন নামঞ্জুর করা কেন বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।  

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ফৌজদারী রিভিশনটির রুল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদার মামলার কার্যক্রম স্থগিত থাকবে বলে জানান খালেদার আইনজীবী ব্যারিস্টার এইচএম সানজিদ সিদ্দিকী।

এর আগে চলতি সপ্তাহে খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন  এ আবেদন দাখিল করেন। আবেদনে মামলার বিচার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

নিম্ন আদালতে নাইকো দুর্নীতির মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। এ অবস্থায় ফৌজদারি রিভিশন হাইকোর্টে দাখিল করা হয়।

এদিকে ‍জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার একাংশের পুনঃতদন্ত চেয়ে হাইকোর্টে আরেকটি আবেদন করেছেন খালেদা জিয়া।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পুনঃতদন্ত চান খালেদা