কার্যালয় সরাতে ৬ মাস সময় পেল বিজিএমইএ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১২, ২০১৭, ১০:১৪ এএম

ঢাকা: বহুতল ভবন ভাঙতে ও কার্যালয় সরিয়ে নিতে বিজিএমইএ কর্তৃপক্ষকে ছয় মাসের সময় বেঁধে দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (১২ মার্চ) সকালে ভবন সরাতে বিজিএমইএর তিন বছরের সময় আবেদন গ্রহণযোগ্য নয় উল্লেখ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই সময় বেঁধে দেন।

এর আগে গত ৮ মার্চ বিজিএমইএ ভবন সরিয়ে নিতে তিন বছর সময় চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। ভবনটি ভাঙতে তিন বছর সময় চেয়েছিল বিজিএমইএ।

এর আগে ৫ মার্চ বিজিএমইএ ভবন অবিলম্বে ভেঙে ফেলতে সর্বোচ্চ আদালতের দেয়া রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর ভবনটি ভাঙার জন্য তিন বছর সময় চেয়ে আবেদন করে বিজিএমইএ।

বিজিএমইএ ভবন ভাঙতে হাইকোর্টের দেয়া রায় গত বছরের ২ জুন বহাল রেখেছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ। তার পরে ৮ নভেম্বর সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে ৩৫ পৃষ্ঠার রায় প্রকাশিত হয়। রায়টির লেখক ছিলেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার। আর বেঞ্চের অন্য বিচারপতিরা তাতে একমত পোষণ করেছিলেন।

পরে ডিসেম্বরে এ রায় রিভিউ চেয়ে আবেদন করে বিজিএমইএ কর্তৃপক্ষ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ