বেনাপোলে ব্যাংক থেকে টাকা নিয়ে পালালো প্রতারক

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০১৬, ০৫:১১ পিএম

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোলে ব্যাংক অভ্যন্তরে প্রতারক চক্রের কবলে পড়ে এক লাখ টাকা হারালেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঞ্জুর ছোট ভাই সিএন্ডএফ ব্যবসায়ী নাসিমুল হক শিল্পী। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর সাড়ে ১২টায় ইসলামি ব্যাংক বেনাপোল শাখায়।

প্রতারণার শিকার বেনাপোলের নাসিম এন্টারপ্রাইজের সত্বাধিকারী নাসিমুল হক শিল্পী জানান, তিনি ব্যাংকের ৭ নম্বর কাউন্টারে টাকা জমা দিতে যান। কাউন্টারে টাকার ব্যাগ রেখে অফিসারের সঙ্গে কথা বলার সময় এক ব্যক্তি তাকে ৪টি ডলার কেনার জন্য অনুরোধ করতে থাকেন। ডলারগুলো তিনি দেখার সময় ওই ব্যক্তির সঙ্গে থাকা অন্যজন তার ব্যাগের ভিতর থেকে এক লাখ টাকার একটি বান্ডিল নিয়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান, ওই প্রতারকদের প্রায় একই ব্যাংকে দেখা যায়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

বেনাপোল ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার বিষয়টি ব্যাংকের সি.সি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ব্যাংক থেকে সিসি ক্যামেরার ফুটেজ নেওয়া হয়েছে। আসামিদের আটকে পুলিশি অভিযান চলছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন