দীপ্তি হত্যা মামলায় রিমান্ডে রাজীব গান্ধী

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৭, ২০১৭, ০৬:৫৩ পিএম

ঢাকা: গাইবান্ধায় ডা. মাহবুবুর রহমান দীপ্তি হত্যা মামলায় রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়া হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে শুভাষ ওরফে রাজীব গান্ধীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ মার্চ) পুলিশের আবেদনের পর তার রিমান্ড মঞ্জুর করেন গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিন।

এর আগে ২০১৫ সালের ১২ জুলাই গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমার বাগি ওয়াবদা বাধে ফজলে রাব্বী হত্যা মামলায় রাজীব গান্ধীকে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে সে। আজ ২৭ মার্চ রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০১৫ সালের ০২ জুন জেলার পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা-নাকাইহাট সড়কের মনিহরপুর ঈদগাহ মাঠের সামনে ডা. মাহবুবুর রহমানকে মাথায় গুলি করে হত্যা করা হয়।

রাজিব সাঘাট উপজেলার রাঘবপুর গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে। সে গোবিন্দগঞ্জ উপজেলার মালঞ্চ গ্রামে একটি বাসা নিয়ে থাকতো।

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় গত ১৩ জানুয়ারি রাতে টাঙ্গাইল থেকে রাজীব গান্ধীকে গ্রেপ্তার করা হয়। হলি আর্টিজানে হামলার মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী, মেজর (অব.) জাহিদুল ইসলাম ও অপারেশন কমান্ডার নুরুল ইসলাম মারজানসহ ৩৩ জন পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে নিহত হন। রাজীব গান্ধী নব্য জেএমবির উত্তর অঞ্চলের শাখা নিয়ন্ত্রণ করতেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর