ক্লাস রুমে অশ্লীল ভিডিও: বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করে নোটিস

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৮, ২০১৭, ১১:০৭ এএম

ঢাকা: ক্লাসরুমে অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগে ঢাবির সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক রেজাউল হককে সাময়িক বহিষ্কারাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে লিগ্যাল নোটিস দেয়া হয়েছে।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এই শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত আইনগত হয়নি। বহিষ্কারের আগে রেজাউলকে কোনো ধরনের নোটিশ দেয়া হয়নি। এ সিদ্ধান্ত অবৈধ, প্রত্যাহার না করলে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে। জানান রেজাউলের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ