১১ মামলায় খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১০, ২০১৭, ১১:৪৪ এএম

ঢাকা: রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টি মামলায় ২৫ এপ্রিল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১০ এপ্রিল)  আদালতে বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার দিন ধার্য ছিল। বেগম জিয়া আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন মঞ্জুর করে তাকে আদালতে হাজির হওয়ার জন্য এ দিন ধার্য করেন।

সময়ের আবেদন শুনানিতে খালেদার আইনজীবীরা বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলা হাইকোর্ট স্থগিত করেছেন। বাকি সাতটি স্থগিতের আবেদন করা হয়েছে, যেগুলো শুনানির অপেক্ষায় রয়েছে। যাত্রাবাড়ী থানার হত্যা মামলাটি অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে। এ মামলাটির আগামী তারিখে তাকে হাজির করাব।

খালেদার বিরুদ্ধে ১১টি মামলা হলো- দারুসসালাম থানার নাশতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা। আজ ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানির দিন এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল।


সোনালীনিউজ/ঢাকা/আকন