খালেদার সাক্ষ্য বাতিলের আবেদন খারিজ

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৬, ০১:৪৩ পিএম

সোনালীনিউজ ডেস্ক

খালেদার সাক্ষ্য বাতিলের আবেদন খারিজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। 

আজ রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।
 
এর আগে সাক্ষ্য বাতিল খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল বিভাগে আবেদন দায়ের করেন। ওই আবেদনের উপর আজ শুনানি অনুষ্ঠিত হয়।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। এই মামলায় খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশীদ।

ইতিমধ্যে এই মামলায় বাদীর জবানবন্দি শেষ হয়েছে। তাঁর সাক্ষ্য প্রত্যাহারের জন্য খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করলে বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার তা নাকচ করেন। এরপর বিচারিক আদালতের ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান খালেদা জিয়া।

সোনালীনিউজ/আমা