এবিটির আইটি প্রধান অয়ন ৫ দিনের রিমান্ডে

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২, ২০১৭, ০৬:০৯ পিএম

ঢাকা: নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সামরিক বিভাগের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখার প্রধান আশফাক-উর-রহমান ওরফে অয়নের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২ মে) ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, আশফাককে ১০ দিনের রিমান্ডে চাওয়া হয়েছিল। ঘটনার রহস্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

সোমবার (১ মে) সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানার নর্দ্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আশফাকের পুরো নাম আশফাক-উর-রহমান ওরফে অয়ন। আরিফ বা অনীক নামেও তিনি পরিচিত। তিনি সংগঠনটির সামরিক শাখার প্রধান পলাতক মেজর (চাকরিচ্যুত) সৈয়দ মো. জিয়াউল হকের ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর