নলছিটির বিএনপি নেতা গ্রেপ্তার

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৬, ০৪:৩৮ পিএম

ঝালকাঠি প্রতিনিধি

পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান খান হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে শহরের থানারপুল এলাকা থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাঁকে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মো. জায়েদ আহম্মেদ তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, গত বছরের ২৭ ডিসেম্বর রাতে পৌর নির্বাচন সামনে রেখে নাশকতা সৃষ্টির অভিযোগে নলছিটি থানার উপপরিদর্শক মো. আতিক বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

মামলায় স্থানীয় বিএনপির নয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরো ১৫/১৬ জনকে আসামি করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বলেন, ‘আনিসুর রহমান খান হেলাল ওই মামলার এজাহারভুক্ত আসামি নন। পুলিশ হয়তো কাউকে খুশি করার জন্য সন্দেহভাজন হিসেবে হেলালকে গ্রেপ্তার করেছে। আমরা তাঁর মুক্তি ও ষড়যন্ত্রমূলক মামলাটি প্রত্যাহারের দাবি জানাই।’

সোনালীনিউজ/ঢাকা/আকন