স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সাফাত ও সাদমান

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৮, ২০১৭, ০৭:৩১ পিএম

ঢাকা: রাজধানীর বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও আরেক আসামি সাদমান সাকিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে ঢাকা মহানগর হাকিম আহসান হাবিব সাফাতের জবানবন্দি এবং হাকিম ছাব্বির ইয়াসির আহসান চৌধুরী সাদমানের জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ইসমত আরা এমি তাদের আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। বুধবার (১৭ মে) অভিযুক্ত সাদমান সাকিফ এবং বৃহস্পতিবার (১৮ মে) সাফাতের রিমান্ড শেষ হচ্ছে।

উল্লেখ্য, ধর্ষণের অভিযোগে (৬ মে) দুই তরুণী বনানী থানায় মামলা করেন। মামলার আসামিরা হলো- সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সফিক, ড্রাইভার বিল্লাল ও সাফাত আহমেদের বডিগার্ড রহমত।

অভিযোগে বলা হয়েছে, জন্মদিনের দাওয়াত দিয়ে গত ২৮ মার্চ সাফাত আহমেদ তরুণীদের বাসা থেকে বনানীর রেইনট্রি হোটেলে নিয়ে যান। এক পর্যায়ে তাদের দু’জনকে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয়। এ সময় ধর্ষণের দৃশ্য ভিডিও করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেএ