কোনোমতেই মার্শাল ল’ তে ফিরে যেতে পারি না

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১, ২০১৭, ০৯:৫১ এএম

ঢাকা: সংবিধানের ১৬তম সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানীতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, আমরা কোনোমতেই মার্শাল ল’ তে ফিরে যেতে পারি না। আমেরিকার সংবিধানের সাথে আমাদের সংবিধানের মধ্যে বিস্তর ফারাক রয়েছে।

এ পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, এদেশের সাধারণ জনগন ভোট দিয়ে এমপিদের নির্বাচিত করেছে। কাজেই তাদের প্রতি আমাদের আস্থা থাকা উচিত।

তিনি বলেন- আমাদের সংবিধানের মুল বিষয় ঠিক রেখে সংশোধন করা যেতে পারে। তিনি বলেন, এ মামলার অ্যামিকাস কিউরিরা যে মতামত দিয়েছেন সেটি ছিলো অবজেকটিভ। সাবজেকটিভ ছিলো না।

বৃহস্পতিবার (১ জুন) সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চে শুনানী অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ শেষ দিনের মতো তাদের যুক্তি উপস্থাপন করছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন