৫৭ ধারা বাতিলের সিদ্ধান্ত আগস্টে: আইনমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৩, ২০১৭, ০৯:৩৯ এএম

ঢাকা: তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল হবে কি হবে না তা আগামী আগস্টে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (১২ জুলাই) দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভূমি রেজিস্ট্রার অফিসারদের দু’মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘দেখেন সংসদে দেশের ভালোমন্দ, দেশের সব সমস্যা নিয়ে আলাপ-আলোচনা করার স্বাধীনতা সংসদ সদস্যদের আছে। আর রুল অব প্রসিডিউর যদি পড়া হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে, সব গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ-আলোচনা করার সুযোগ এবং অধিকার তাদের আছে। তো সেই অনুপাতে তারা আলাপ-আলোচনা করেছেন এবং সেটা সুষ্ঠুই করেছেন।’

এ সময় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের ব্যাপারে আগামী আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে বলেও জানান মন্ত্রী।


সোনালীনিউজ/ঢাকা/আকন