বিচারকদের চাকরি: আইন মন্ত্রণালয়ের খসড়া আদালতে

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩০, ২০১৭, ১০:৩৫ এএম

ঢাকা: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে আপিল বিভাগ থেকে যে সুপারিশ দেয়া হয়েছিলো তার বিপরীত একটি খসড়া আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আদালতে জমা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। রোববার (৩০ জুলাই) সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চে মাসদার হোসেন মামলার শুনানির সময় এসব মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, মিস্টার অ্যাটর্নি জেনারেল আসেন আমরা এ বিষয়টি নিয়ে বসি। পরে আদালত আগামী রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে গেজেট চূড়ান্ত করতে বসার জন্য দিন নির্ধারণ করেন। প্রধান বিচারপতি বলেন, নির্ধারিত এ সময়ের মধ্যে বেলা ২টার পর যেকোনো সময় আপনারা আসেন। আমরা আপিল বিভাগের সকল বিচারপতি আপনাদের সাথে বসবো। প্রধান বিচারপতি আরো বলেন, আইনমন্ত্রী, আইন মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কেউ, অ্যাটর্নি জেনারেল আপনারা আসেন আমরা বসবো।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর