হজ অব্যবস্থাপনা তদন্তে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৩, ২০১৭, ১১:৪৮ এএম
ফাইল ছবি

ঢাকা: হজ অব্যবস্থাপনা তদন্তে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন হিউম্যান রাইডস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি দায়ের করেন মনজিল মোরসেদ।

অব্যবস্থাপনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা চাওয়া হয়েছে। যারা এখনো হজে যেতে পারেন নাই তাদেরকে হজে যাওয়ার ব্যবস্থা করার নির্দেশনা চাওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ভিসা জটিলতা দুর করতে বলা হয়েছে। দুপুরে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি হজে যাওয়ার ক্ষেত্রে ফ্লাইট বাতিলসহ বিভিন্ন বিভিন্ন অব্যবস্থাপনা কারণে হাজার হাজার হজ যাত্রী এখনো মক্কার উদ্দেশে রওনা দিতে পারেন নাই। এ নিয়ে হাজীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর