প্রধান বিচারপতির পদত্যাগ দাবি আওয়ামী আইনজীবীদের

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০৩:৫৫ পিএম

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ দাবি করে বিক্ষোভ সমাবেশ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। আগামী ২৪ আগস্টের মধ্যে ষোড়শ সংশোধনীর রায় বাতিলের দাবী জানিয়েছেন তারা।

সংগঠনের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, প্রধান বিচারপতি পাকিস্তানের কথা বলে শপথ ভঙ্গ করেছেন। তিনি বলেন, প্রধান বিচারপতির এ পদে থাকার নৈতিক অধিকার নাই। আগামী বৃহস্পতিবারের মধ্যে ষোড়শ সংশোধনীর বিষয়ে দেয়া রায় বাতিল করতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাপস।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সামনে সংগঠনের আহবায়ক ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে সমাবেশে আওয়ামীপন্থী আইনজীবীরা বক্তব্য রাখেন।

এ সময় আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিম, অ্যাডভোকেট লায়েকুজ্জামান মোল্লা, মুনসুরুল হক চৌধুরী, সুপ্রিম কোর্টবারের সাবেক সম্পাদক নুরুল ইসলাম সুজন এমপি, মোমমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, সানজিদা খানম এমপি, আওয়ামী পন্থি আইনজীবী নেতা আজহার উল্লাহ ভুইয়া, রবিউল আলম বুদু।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর