মেডিকেলে ভর্তি ফি আদায়ে সরকারের দেয়া বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৭, ০১:০০ পিএম

ঢাকা: বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি হিসেবে ১৯ লাখ ৯০ হাজার টাকা নিতে সরকারের দেয়া বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৪ সপ্তাহের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহা-পরিদর্শকসহ সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

২০১৪ সালে সরকার বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি হিসেবে ১৯ লাখ ৯০ হাজার টাকা নির্ধারণ করে সরকার বিজ্ঞপ্তি দেয়। সে বিজ্ঞপ্তির চ্যালেঞ্জ করে গতকাল ২৮ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন  আইনজীবী ইউনুছ আলী আকন্দ। সে আবেদনের শুনানি করে আজ আদালত এ আদেশ দেন।  

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর