মেডিকেলে ভর্তি: ৫ নাম্বার কাটার বিষয়ে আদেশ মঙ্গলবার

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৭, ১২:২৫ পিএম

ঢাকা: মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৫ নাম্বার কেটে নেয়ার সিদ্ধান্ত বাতিল চেয়ে রিট আবেদনের শুনানি শেষ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) আদেশ দেবেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বিষয়টি জানিয়েছেন।

সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এ দিন ধার্য করেন।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। ইউনুছ আলী বলেন, রিটে নতুন শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় আগের বছর এইচএসসি উত্তীর্ণদের প্রাপ্ত মোট নাম্বার থেকে পাঁচ নাম্বার কেটে মেধা তালিকা তৈরি করা হবে- সরকারের এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর