গাজীপুরের জলাশয়সমূহের তালিকা দাখিলের নির্দেশ

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৭, ০১:৪৬ পিএম

ঢাকা: গাজীপুর জেলায় থাকা সব সরকারি পুকুর এবং জলাশয়ের তালিকা তৈরি করে আগামী এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে গাজীপুর জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে গাজীপুরে বেদখল হওয়া এবং বেদখলের পাঁয়তারায় থাকা পুকুর ও জলাশয় পুনঃউদ্ধারে কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১০ অক্টোবর ) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

‘সকারি পুকুর ভরাট করে দখলের হিড়িক’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে আদালত এ আদেশ দেন।

রুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ভূমি সচিব, পরিবেশ সচিব, স্বারাষ্ট্র সচিব, পুলিশের আইজী, গাজীপুর জেলা প্রশাসককে বিবাদী করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এআই