ব্লু হোয়েল গেইম বন্ধে রিট

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৭, ১১:২৪ এএম

ঢাকা: বাংলাদেশে বহুল আলোচত ও এক রকম আতঙ্ক সৃষ্টিকারী অনলাইনভিত্তিক খেলা ব্লু হোয়েল গেইম বন্ধের নির্দেশনা চেয়ে  সুপ্রিম কোর্ট রিট আবেদন দাযের করেছেন এক আইনজীবী।

রোববার (১৫ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব এ রিট দায়ের করেন।

এ ছাড়া রিটে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।

‘ব্লু হোয়েল সুইসাইড গেম’, যেখানে একজনকে অতি সহজে বোকা বানিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায় গেমটির এ্যাডমিন। গেমটি খেলতে খেলতে ব্যবহারকারীরা এতটাই আসক্ত হয়ে পড়ছে যে এক সময় আত্মহত্যা করতেও হৃদয় কাঁপছে না তাদের।

সম্প্রতি রাজধানীর কলাবাগানে স্বর্ণা নামের এক কিশোরীর আত্মহত্যার পর তার পরিবার দাবি করে সে ব্লু হোয়েল গেইমে আসক্ত হয়ে আত্মহুতি দেয়। এর পরই আলোচনায় আসে গেইমটি। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গেইমে আসক্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

সোনালীনিউজ/ঢাকা/এআই