ভোর ৬টার মধ্যে ঢাকার বর্জ্য অপসারণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৭, ০৪:২৫ পিএম

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল বর্জ্য রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ময়লাবাহী গাড়িগুলো আচ্ছাদিত করে এসব ময়লা ল্যান্ড ফিল্ডে ফেলারও নির্দেশ দেয়া হয়েছে।

এক রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

‘শহরে বর্জ্য ছড়াচ্ছে ৩৭৮ খোলা ট্রাক’ এই শিরোনামে একটি জাতীয় দৈনিকে গত সেপ্টেম্বর মাসে প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন সংযুক্ত করে একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহফুজুর রহমান মিলন। সেই রিটের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন।

সোনালীনিউজ/আতা