লটারির মাধ্যমে ভর্তি নীতিমালা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০১৭, ০১:৪০ পিএম
ফাইল ছবি

ঢাকা: লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি নীতিমালা বাতিল চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে শিক্ষা সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট পাঁচজনকে নোটিশের কপি দেয়া হয়।

ডাকযোগে লিগ্যাল নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না পেলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে জানান এই আইনজীবী।

তিনি বলেন, লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি নীতিমালা অসাংবিধানিক।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর