ক্যাপ্টেন শহীদুল্লাহর অপরাধ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৭, ০২:৩৮ পিএম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহীদুল্লাহর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আদালত। সোমবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে শহিদুল্লাহর পক্ষে শুনানি করেন অ্যাড. মাসুদ রানা।

আদালত থেকে বেরিয়ে বলেন, আদালত আমার মক্কেলকে জামিন দিয়েছেন শর্ত শাপেক্ষে। আমরা জামিননামা পূরণ করে তাকে কারাগার থেকে বের করব। তিনি কাশিমপুর কারাগারে আছেন। জামিনের শর্ত হলো এই বিচার চলাকালীন তিনি জামিনে থাকবেন। ২ লাখ টাকার বন্ডে স্বাক্ষর এবং একজন আইনজীবী ও নিকটাত্মীয়ের জিম্বায় তাকে জামিন দিয়েছেন আদালত। পাসপোর্ট জমা রাখতে হবে এবং মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবেন না তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর