যুদ্ধাপরাধের অভিযোগে ২জনকে ট্রাইব্যুনালে প্রেরণ

  • হবিগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৭, ০৬:২৯ পিএম
প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাইয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দুইজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ওই দুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।

এরা হলেন- উপজেলার মুড়িয়াউক গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম ফুকন (৭৫) ও একই গ্রামের জাহেদ উদ্দিন (৭৫)। এর আগে বুধবার (২২ নভেম্বর) তাদের নিজেদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

লাখাই থানার ওসি মো. বজলার রহমান জানান, তাজুল ইসলাম ফুকন ও  জাহেদ উদ্দিনকে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে পৌঁছে দেয় পুলিশ।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে মাওলানা শফিক উদ্দিনের নেতৃত্বে ওই দুজনসহ একটি সংঘবদ্ধ দল উপজেলার বিভিন্ন স্থানে গণহত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ চালায়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা মুড়িয়াউক গ্রামের ইলিয়াছ কামাল বাদী হয়ে একটি মামলা করেন।

সোনালীনিউজ/এমএইচএম