খামার বাড়ির পুরাতন ভবনগুলো ভাঙতে বাধা নেই

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৭, ০৩:০০ পিএম

ঢাকা: রাজধানীর ফার্ম গেটের পাশে অবস্থিত ল্যাবরেটরি ভবনসহ খামাড়বাড়ি ক্যাম্পাসের মধ্যে থাকা ঐতিহ্যবাহী সকল ভবন রক্ষায় আদালতের আদেশ স্থগিত করা হয়েছে।

সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

পরে আদালত থেকে বেরিয়ে এই আইনজীবী বলেন, আদালতের এ আদেশের ফলে রাজধানীর খামাড়বাড়ি ক্যাম্পাসের মধ্যে থাকা সকল স্থাপনা ভেঙ্গে ফেলতে কোন বাধা রইলো না। একইসঙ্গে সকল ভবন রক্ষায় জারি করা রুল দ্রুত নিস্পত্তি করতে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর হাইকোর্ট এক আদেশে কৃষি গবেষণার জন্য রাজধানীর ফার্মগেটের খামার বাড়িতে প্রতিষ্ঠিত ল্যাবরেটরি ভবনসহ খামাড়বাড়ি ক্যাম্পাসের মধ্যে থাকা ঐতিহ্যবহনকারী সকল ভবন ভাঙার নিষেধাজ্ঞা দেন।

পরে এই আদেশের বিরুদ্ধে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। সে আবেদনের নিষ্পত্বি করে আজ আদালত এ আদেশ দেন। তবে হাইকোর্টের আদেশ পৌছানোর আগেই  ভবনগুলো ভেঙ্গে ফেলা হয়।

বেসরকারি সংস্থা আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তইমুর ইসলামের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। ‘ভেঙে ফেলা হচ্ছে কৃষি গবেষণার প্রথম ভবন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন