এসএসসি, এইচএসসির ফরম পূরণে বর্ধিত ফি ফেরতের নির্দেশ

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৭, ০৩:২৫ পিএম

ঢাকা: এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি বা পরীক্ষায় অতিরিক্ত ফি না নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে এ বিষয়ে আদালতের জারী করা রুলের শুনানীকালে হাইকোর্টের একটি ডিবিশন বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফরম পূরণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেয়া বর্ধিত ফি আগামী ৩০ দিনের মধ্যে ফেরত না দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি স্থগিত করা হবে জানিয়ে আদেশ দিয়েছেন আদালত।

আজ আদালতে ঢাকা শিক্ষাবোর্ডের আইনজীবী ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান। অপরদিকে রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

পরে আদালত থেকে বেরিয়ে আইনজীবী মিজানুর রহমান সাঙবাদিকদের বলেন, ২০১৪ সালে শিক্ষা প্রতিষ্ঠানের অতিরিক্ত ফি নেয়ার বিষয়ে হাইকোর্ট রুল জারি করেছিলেন। সে রুলের শুনানী শেষে আজ  আদেশের জন্য দিন ধার্য ছিলো।

তিনি বলেন, এ বিষয়ে  প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্কতার বিষয়ে জ্ঞাত করতে হবে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ‘আট গুণ বাড়তি ফি আদায়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। সেটি আমলে নিয়ে আদালত এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বাড়তি ফি আদায় বন্ধের নির্দেশ দিয়েছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন