নাশকতার মামলায় সাবেক এমপি নুরুজ্জামানের জামিন

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩, ২০১৮, ০৬:২০ পিএম

ঢাকা : পিরোজপুর-১ আসনের বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের সাবেক এমপি গাজী নুরুজ্জামানকে নাশকতার এক মামলায় এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩ জানুয়ারি) এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলায় তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারী করেছেন আদালত।

আদালতে গাজী নুরুজ্জামানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। পরে আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, নাশকতার অভিযোগে গত বছর রমনা থানা পুলিশ তার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর অভিযোগে নাশকতার মামলাটি দায়ের করেন।

সে মামলায় তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। উচ্চ আদালত থেকে জামিন দেওয়ার এই মুহূর্তে কারাগার থেকে বের হতে কোনো অসুবিধা নেই বলে জানান সগীর হোসেন লিওন। এ মামলায় এখনো চার্জশিট দেয়নি পুলিশ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর