চলমান এসএসসি পরীক্ষা বাতিল চেয়ে রিট

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০১৮, ১১:১৪ এএম

ঢাকা: চলমান এসএসসি পরীক্ষায় প্রতিটি বিষয়েই প্রশ্নফাঁসের অভিযোগ উঠায় পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের চার আইনজীবী এই রিট করেন। জনস্বার্থে এই রিটটি করা হয়েছে বলে জানান তারা। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এই রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রিটে পরীক্ষা বাতিলসহ কয়েকটি নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগেই থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস করার কথা বলা হয়। এরপর গণমাধ্যমে খবর আসে যে প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এদিকে প্রশ্নফাঁস ঠেকাতে সরকার যে পদক্ষেপ নিচ্ছে তাতে কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই