প্রশ্নফাঁস নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০১৮, ১১:৪১ এএম

ঢাকা: চলমান এসএসসি পরীক্ষায় প্রতিটি বিষয়েই প্রশ্নফাঁসের অভিযোগ উঠায় বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের চার আইনজীবীর করা এক রিটের প্রেক্ষিতে এমন নির্দেশ দেন আদালত। 

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় হাইকোর্ট এমন নির্দেশ দেন বলে জানিয়েছে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। 

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগেই থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস করার কথা বলা হয়। এরপর গণমাধ্যমে খবর আসে যে প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এদিকে প্রশ্নফাঁস ঠেকাতে সরকার যে পদক্ষেপ নিচ্ছে তাতে কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই