রানা প্লাজা ট্র্যাজেডির ১৮ মামলা হিমঘরে

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৮, ০৩:৩৩ পিএম

ঢাকা : পাঁচ বছরে পড়ছে রানা প্লাজা ট্র্যাজেডি। তবে অভিযুক্তদের বিচারে তেমন কোনো অগ্রগতি নেই এখনো। আইনজীবীরা বলছেন, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবে মামলাগুলো গতি পায়নি। রানা প্লাজা ট্র্যাজেডিতে হত্যা মামলাসহ ১৮টি মামলা এখন বিভিন্ন আদালতে বিচারধীন।

২০১৩ সালের ২৪ এপ্রিল। সাভারের রানা প্লাজায় ধস। সরকারি হিসাবে, এ দুর্ঘটনায় নিহত ১ হাজার ১শ' ৩৪জন, আহত দুই হাজারের বেশি। হতাহতের বিবেচনায় বিশ্বের ইতিহাসের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা এটি।

রানা প্লাজা ট্র্যাজেডিতে মোট ১৮টি মামলা এখন বিচারাধীন। এরমধ্যে হত্যা মামলায় আসামি ৪১ জন। প্রধান আসামি ভবন মালিক রানা জেল হাজতে। ৭ জন পলাতক আর বাকিরা জামিনে। এ মামলায় সাক্ষী ৫শ ৯৪ জন। পাঁচ বছরেও জজ আদালতের সরকারি কৌসুলির কক্ষে বাক্সবন্দি রানা প্লাজা মামলার নথি।

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট- ব্লাস্ট এর অভিযোগ, আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় রানা প্লাজার মামলাগুলো গতি পাচ্ছে না। মামলা দীর্ঘদিন ঝুলে থাকায় বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন শ্রমিক সংগঠনগুলোর।

রানা প্লাজা ট্র্যাজেডির মামলা জেলা ও দায়রা জজ আদালতে ২টা, যুগ্ম জেলা দায়রা জজ আদালতে ১, শ্রম আদালতে ১১, আর হাইকোর্টে ৪টা রুল।

রানা প্লাজা ধসের পর দাবি ওঠে পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ তৈরির। তবে তা এখনো পুরোপুরি তৈরি হয়নি বলে অভিযোগ শ্রমিক নেতাদের।

সোনালীনিউজ/জেডআরসি