মানবতাবিরোধী অপরাধ: রিয়াজ উদ্দিনের রায় বৃহস্পতিবার

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৯, ২০১৮, ১২:৩৮ পিএম

ময়মনসিংহ: ফুলবাড়িয়ার রিয়াজ উদ্দিন ফকিরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার (১০ মে)। বুধবার (৯ মে) সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন। গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন রিয়াজ উদ্দিন। 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ঋষিকেশ সাহা। অপরদিকে আসামিপক্ষে ছিলেন সৈয়দ মিজানুর রহমান ও মুজাহিদুল ইসলাম শাহিন। এর আগে উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ২১ মার্চ এ মামলাটি রায়ের জন্য (সিএভি) অপেক্ষমান রাখেন আদালত। 

২০১৬ সালের ১১ ডিসেম্বর এ মামলায় পাঁচটি অভিযোগের ভিত্তিতে এই আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এরপর স্বাক্ষীদের জবানবন্দি জেরা ও যুক্তি উপস্থাপনের মধ্যে দিয়ে মামলাটি শেষ হয়।

মামলায় প্রথম দিকে তিনজন আসামি ছিলেন। এর মধ্যে আমজাদ আলী গ্রেপ্তারের পর মারা যাওয়ায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। আর অভিযোগ গঠনের আগে পলাতক আসামি ওয়াজ উদ্দিন মারা যাওয়ায় তাকেও অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোনালীনিউজ/জেএ