২৫ দিনের জামিনে খালেদা জিয়া

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১০, ২০১৮, ০২:২৯ পিএম

ঢাকা : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে চৌঠা জুন পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। একই দিনে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য রয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) সকালে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।

চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আজকের (১০ মে) দিন পর্যন্ত জামিনে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই দিনে এ মামলায় তার উপস্থিতিতে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল।

তবে দুদকের আইনজীবীরা অভিযোগ করেন, বেগম জিয়া তার আইনজীবীদের পরামর্শেই আদালতে আসেননি। সেই সঙ্গে তাকে আদালতে হাজির করতে নিজেদের ব্যর্থতার কথাও আদালতকে অবগত করেন।

এদিকে, বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা মাথায় নিয়ে ৮ ফেব্রুয়ারি থেকে নাজিম উদ্দিন রোডে পরিত্যক্ত কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোনালীনিউজ/জেডআরসি